রুবাই ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০
—————————- রমিত আজাদ
৭৬।
নতুন প্রেমের সুবাস যে পাই, নতুন শ্বাসে মদির ঘ্রাণ,
নতুন রূপে মধুর আস্বাদ, মাতায় যে মন নবীন তান!
তবুও তো মন ফিরে চায়, শুনতে যে চায় একটি ব্রতী,
“এলাম ফিরে প্রিয়তম, না ভেঙ্গে মোর প্রতিশ্রুতি।”
৭৭।
ওমা একি বৃষ্টি দেখি, বিকেল নামার আগেই,
এমনধারা ঝরলে শ্রাবণ, চুল ছিড়বো রাগেই!
ভেবেছিলাম ঘুরতে যাবো, লেকের ধারের ব্রীজে,
টং দোকানে চা খাবো আজ, এখন করি কিযে!?
৭৮।
বটের তরুর ডাল ভেঙে নেই,
ছায়ায় জিরোই আপন মনে,
নীরব তবু মহীরুহ না চায় কিছুই প্রতিদানে,
পুষিয়ে নিয়ে নিজের ক্ষতি নিঃস্বার্থে কৃপা দানে।
৭৯।
মহীরুহ তরুশাখে পাখীদের কাকলি,
তরুতলে নদীজলে গাংচিলে জলকেলি।
গগনের গায়ে শুয়ে নিদ যায় মহীধর,
সুরুজের কিরণেতে প্রভাময় চরাচর।
৮০।
চলে গিয়ে ফিরতে যে চাও, লাল-কপোলা উজাল গুল,
সময় কি আর রিভার্সিবল? ফিরবে শাখে ঝরা বকুল?
না চাইলেও ভুলতে হবে, কেমন ছিলো সেই অতীত,
ধুলোয় ঘুমায় প্রণয়লীলা, ঘুম ভাঙানো প্রশ্নাতীত।
——————————————————–
রচনাতারিখ: ২৪শে আগষ্ট, ২০১৯
সময়: রাত্রী ২টা ৩২ মিনিট
————————————————-