রুবাই ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫
রুবাই ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫
—————————- রমিত আজাদ
৮১।
প্রেমের চোখে প্রিয়াই পরী, না হোক সে সুন্দরী,
পুষ্প-কপোল নাই হলো তার, নাই বা হলো কাজরী!
তৃষ্ণাতুরে তারই খোঁপায় গুজে দেবে বন মালতি,
প্রেমকাতুরের চোখে যে সে সন্ধ্যারাগের অরুন্ধতী!
৮২।
এই তো কাঁচা বয়স তোমার, স্বপ্ন দেখার এইতো কাল!
লজ্জা রাগে রঙিন হলেও, মগ্ন হবার এইতো সাল।
সাবধানে তাই ফেলবে দু’পা, চলার আগে হুঁশিয়ার!
না দাও ধরা পাতা ফাঁদে, ছুড়ির ফলায় তীক্ষ্ণ ধার!
৮৩।
রুবাই লিখে ইবনে সিনা, মাতালেন এই জগৎখানা।
রুবাইতে খৈয়াম ওমর, সম্মোহিলেন সব মোহনা।
হাফিজেরই কাব্য রসে, ভরপুর এই দিন দুনিয়া,
নজরুল তার ছন্দ তালে, দোল দোলালেন দিল দরিয়া!
৮৪।
বিজ্ঞজনে বলেছিলেন, প্রেমের নায়ে সাবধান,
প্রেমের তরী খোলাম-কুচি, ডুবলে যাবে মন-পরাণ।
তবু সবার পরাণ পোড়ে, অনল জ্বালে প্রণয়ের,
সেই আগুনে দহন হয়ে, ছাই হয় সে আঁধারের।
৮৫
রাত-বিরেতে মাতাল ফেরে শুঁড়িখানার চেয়ার ছেড়ে,
ফিরতি পথে বাচাল বলে, ‘ডেঙ্গু মশা আয় তেড়ে’!
মাতাল বলে, নেশার ঘোরেও বলিনা সব আবোল-তাবোল,
আপনি ভাই কৌন-সা মোড়ল, ইচ্ছামত পিটান ঢোল!?
———————————————–
রচনাতারিখ: ২৪শে আগষ্ট, ২০১৯
সময়: ভোর ৪টা ১০ মিনিট
————————————————-