রুবাই ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০
রুবাই ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০
—————————- রমিত আজাদ
৮৬।
আপন জনার বুকে আঁকো যন্ত্রণারই চিত্রলেখা!
যেই বুকে ঠাঁই নিয়েছিলে, ভুলতে গিয়ে স্বীয় ব্যাথা।
একবারও কি দেখলে ভেবে, করলে কাকে হঠাৎ খুন?
কার বিরহে নিভবে জীবন, নিজ পাঁজরে দাও আগুন!
৮৭।
জ্ঞানীর হাতে দাও তুলে দাও, তোমার গাঁয়ের মোড়লী,
গ্রাম হবে যে সোনার বরন, রোশনাই তায় উজালী!
মুর্খ থেকে তফাৎ থেকো, নাই দাও তায় সরদারি,
মধু বলে বিষ দেবে সে, বুঝ-জ্ঞান না ধারধারি।
৮৮।
এক জোৎস্নায় হয়না গো স্নান, জোৎস্না যাচি আরো,
পূর্ণিমা চাঁদ উৎস আলোর, বক্ষ মেলে ধরো।
চলে গেলেও তবু আমি, রেখে যাবো শোভন ছাপ,
পাপ হবে না হৃদয় তাপে, সাথ দেবে না অভিশাপ।
৮৯।
মিষ্টিমধুর রঙের ছোঁয়া গোলাপ কলির ঠোঁটে,
রঙের ছটায় হৃদয় মাঝে জোয়ার জেগে ওঠে।
জোয়ার বলে ছোটরে ছোট্, মন ছুঁতে চায় কলির ঠোঁট,
কলির আঁখি ছলছল, অশ্রুবারি টলমল!
৯০।
দোলন চাঁপা দোলে রে, তৃণ তরুর কোলে রে,
রক্ত জবায় রূপের ছটা, নয়নতারায় ঘনঘটা।
ঝলকে ওঠে করবী, বৃক্ষ শাঁখে সুরভী।
রঙ্গনে ফুল রঙের বাহার, কৃষ্ণচূড়া ফুলের পাহাড়।
—————————————————
রচনাতারিখ: ২৭শে আগষ্ট, ২০১৯
সময়: দুপুর ২টা ১০ মিনিট