রুবাই ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫
—————————- রমিত আজাদ
৯১।
সুভাষ বসুর দুঃসাহসে, দুঃশাসকের আত্মা কাঁপে,
নজরুলেরই কারাবাসে, শিকল ভাঙে ভীষণ ত্রাসে!
তিতুমীর কয় কেল্লা বানা, মূর্ছা যে যায় বৃটিশ সেনা!
দুদু মিয়া কামেল পীর, মজনু শাহ্ এক বঙ্গবীর!
৯২।
ঝাপ দিয়েছে ছেলের দল, ঝলকে ওঠে বিলের জল,
ঢেউ ছুটে যায় কলকল, শাপলা নাচে ছলকে ছল!
গাঁয়ের মেয়ে জলকে চলে, কলসী কাখে ছন্দ তোলে,
অন্ধ বকের ধ্যান যে ভাঙে, সাতটি রঙে আকাশ রাঙে।
৯৩।
আপন থেকেও আপনজন, সেই তো আমার এক স্বজন,
দুজন তো আর হয় না আপন, একজনাতেই মজে যে মন।
পক্ষী-প্রাণী, বৃক্ষ রতন, জোড়ায় জোড়ায় হয় যে সৃজন,
অদেখা এক বলের শাসন, বিনি সুতায় ভুবন গাঁথন!
৯৪।
রাজতন্ত্রের বেড়ী শিকল, বিপ্লবীরা করলো বিকল!
মধ্যযুগের আঁধার যত, আলোর প্রভায় দূরীভূত।
গণতন্ত্র সংজ্ঞায়িত, রাজবংশ নির্বাসিত,
জনতেজে দীপন এত! বর্বরতা বহিষ্কৃত।
৯৫।
যে আছে পরাণ জুড়ে, তারে ক্যামনে রাখি দূরে?
ভাব যমুনায় ঢেউ ছুটে যায়, তরঙ্গ যায় ফুল সুরে!
অকুলের কূল খুঁজো না, হারাবে যে মনের মুকুল,
ফিরিবার পথ পাবে না, দিবানিশি ভাবি সে ভুল!
———————————————
রচনাতারিখ: ৬ই সেপ্টেম্বর, ২০১৯
সময়: বিকাল ৪টা ১৯ মিনিট