রুবাই ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০
—————————- রমিত আজাদ
৯৬।
ও কিছু না থালাবাসন, বধুর কিছু মধুর শাসন!
অভিমানে মারছে ছুঁড়ে, ভাঙছে বাসন একটু দূরে।
মায়ার জালে কি এক বাঁধন, বন্দী হলাম যাবজ্জীবন।
ঐ একটু তিক্ত জীবন! ঘর করলে হবেই অমন!
৯৭।
কেমন করে এমন হলো?
শরৎকালে শ্রাবণ এলো!
শুভ্রমেঘে বিজলী পেলো!
কাশফুলেরা সিক্ত হলো!
৯৮।
আঘাত করলে করো, আগুন জ্বালায় পোড়ো!
ভালোবেসে গেলাম ফেঁসে, অথৈ বানে গেলাম ভেসে।
ধর্ম মেনে মালাবদল, রত্নপাথর অদল-বদল,
মিষ্টি হাসির একটি ছলে, আস্ত জীবন ডুবলো জলে!
৯৯।
রঙিন ম্যাপেল বার্চ পত্র, ছড়িয়ে পথে যত্রতত্র!
এটাই হলো শরৎকাল, রঙ ছড়িয়ে হয় মাতাল।
শীতের দেশের ঋতুরাণী, মওসুম এক অভিমানী,
আহ সে যে কি বর্ণছট! মনকাড়া এক দৃশ্যপট!
১০০।
একশ খানা রুবাই আমি, লিখলাম এই ফেসবুকে,
কতেক তাহার হাস্যরস আর, কতকগুলো সুখদুখে!
কবির কর্ম লিখে যাওয়া, থালায় না থাক ঢের আহার,
পাঠককূলের চাই মতামত, কেমন ছিলো শ্লোক বাহার!
————————————————-
রচনাতারিখ: ১১ই সেপ্টেম্বর, ২০১৯ সাল
সময়: ৬টা ১৪ মিনিট