রূপ ভেজাবে জলে?
রূপ ভেজাবে জলে?
————————— রমিত আজাদ
মাতাল-সুবাস দুলছে চাঁপা, কামিনী ফুল হাসে;
নদীর দেশে দীঘল কেশে মেঘের মায়া ভাসে!
ভাসছে তরী গাঙের তীরে, জলপানাদের মাঝে,
কন্যা দাঁড়ায় আলগা পায়ে, এমন মধুর সাঁঝে!
কন্যা দেখায় মন মাতিয়ে হাসির ঝলক যদি,
ভরা গাঙের জল শুকিয়ে দেউলিয়া হয় নদী!
নদীর হাওয়ায় ওড়না মেলে, কন্যা ছড়ায় আলো;
ওড়না তো নয় রূপের নিশান, উড়ছে বায়ে ভালো।
ফটিক জলে তার ছবিটি, ঢেউয়ের দোলায় নাচে;
ডুব দিয়ে সেই জলের মায়ায়, সুরার সুধা যাচে।
পারাপারের খেয়া ভাবে তাহার গায়ে চেপে,
কন্যা যাবে নৌবিহারে, গুনছে প্রহর মেপে।
নদীর তীরে কন্যা হাসে, স্বর্ণালী হার গলে;
ঘাস পেয়েছে মধুর ছোঁয়া, তাহার পায়ের তলে।
অমন বাঁকা দৃষ্টি হেনে, বিধবে কাকে ছলে??
কন্যা তুমি নামবে গাঙে, রূপ ভেজাবে জলে?
রচনাতারিখ: ১৯শে জুলাই, ২০২২ সাল
রচনাসময়: বিকাল ০৩টা ৫৫ মিনিট
Will You Soak Your Beauty in water?
—————————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0