রেলের ছড়া রেল
রেলের ছড়া রেল
———— রমিত আজাদ
রেল ছুটছে মেঘের দেশে,
রঙ ছুঁয়েছে আকাশ হেসে।
রেলের পেটে সচল দেশ,
আমরা সবাই যাত্রী বেশ!
রেলের নিচে লোহার লাইন,
বাউল নেচে গাইছে গাইন।
ঝিক ঝিকা ঝিক ঝিঁঝিঁর ডাক,
ঝম ঝমা ঝম রেলের হাক!
রেল চলেছে চলুক না,
মাঝে মাঝে থামুক না।
রেলের পাশে জমায়েত,
নয়ন জুড়ে সোনার ক্ষেত।
যাত্রী সবাই পৌঁছালো,
রেলস্টেশন জঁমকালো!
রেল মামাকে ধন্যবাদ,
রেলের গাড়ী জিন্দাবাদ!!!
—————————————–
তারিখ: ২৭শে ফেব্রুয়ারী, ২০১৯
সময়: সকাল ১০টা ৩৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0