রোদেলা বরফদিন
রোদেলা বরফদিন
———————- রমিত আজাদ
কি দেখে মনে কষ্ট পেলে?
আমার সে ও সন্তানের সাথে আমার ছবি দেখে?
কেন?
তুমিই তো আমাকে প্রত্যাখ্যান করেছিলে!
তবে ছবি দেখে কষ্ট পাও কেন?
আমাকে সুখী মনে হচ্ছে?
এই সুখ কিন্তু তোমারই হতে পারতো!
তুমি তো সুখ নিতে চাইলে না!
কি ভেবেছিলে?
আমি সন্ন্যাস নেবো?
ধুলি-রাঙা পথের গৃহত্যাগী হবো?
না, আমি বৈরাগ্য চাইনি!
হ্যাঁ, আমি ইচ্ছে করেই গৃহী হয়েছি।
তোমার অনুরূপ একজনকে বেছে নিয়েছি!
যেন তুমি বুঝতে পারো,
আমাকে প্রত্যাখ্যান করে তুমি ভুল করেছ!!!
তোমার নিদ্রাহীন মধ্যরাতের নীরব কান্না আমি দেখিনা,
আমি তো আর আকাশে গুপ্তচরী উপগ্রহ নই!
তবে তোমার কষ্টের ছবি
ইথারে ভেসে ভেসে
আমার মস্তিষ্কের বেতারকেন্দ্রে ধরা দেয়!
তোমার কষ্ট দেখে আমিও সুখী নই জেনো,
তবে মনের দগদগে ঘাঁ-টা শুকিয়ে যায় নিশ্চিত!!!
——————————————————–
রচনাতারিখ: ১৪ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ৮টা ৩১ মিনিট