লাইলাতুল কদর
————————– রমিত আজাদ বান্দা পেলো জিন্দেগীতে বিশ্বপ্রভুর দান, লাইলাতুল কদর দিলেন মালিক মেহেরবাণ। এ রাত্রিতেই হলো নাজিল পবিত্র কোরআন, জ্ঞানময় এই কিতাব পেয়ে আমরা ভাগ্যবান। পবিত্র এক মাহিনা তার নাম হলো রমজান, এই মাহিনায় করতে হবে কদরের সন্ধান। মোমিন কেঁদে ইবাদতে কদর খুঁজে পান, জাহান্নামের ভয় যে মনে, সেইতো পূণ্যবাণ। ইবাদতের অধিক সুযোগ এই মাহিনায় মেলে, পূণ্য হাসিল বেশি হবে কদর খুঁজে পেলে। উম্মতে মোহম্মদী ফেলে চোখের জল, তওবা করে বুকটি ভাসায়, অশ্রু টলমল। পবিত্র এ রজনীতে মোমিনের ফরিয়াদ, জালিমেরে দাও নসিহত, করো হেদায়াত। তাওহীদেরই বাণী পড়ে, পাইতে রহমত; জালিম যেন ভুল বোঝে তার, পড়ে শাহাদাত। ফরজ রোজার সাথে নামাজ, জিকির ও তেলওয়াত; মুসলমানের ঘরে এ মাস বাড়ায় ফজিলত। কদর রাতে বন্দেগীতে বান্দা হয় মশগুল, গুণাহ্ থেকে পানাহ্ সে চায়, স্বীকার করে ভুল। ————————————————————— রচনাতারিখ: ৯ই মে, ২০২১ সাল রচনাসময়: রাত ১১টা ৩০ মিনিট Lailatul Qadar ———————– Ramit Azad