লালিত্য স্বাতন্ত্রে রমণী
লালিত্য স্বাতন্ত্রে রমণী
————————— রমিত আজাদ
ইদানিং সে আরো বেশী আকর্ষণীয়া হয়েছে!
কিসের সংযোজনে?
কি বেড়েছে তার, লাবণ্য না কমনীয়তা?
মনে হয় বয়স।
বয়স বাড়লে কি আকর্ষণ বাড়ে?
রুক্ষতা?
কই নাতো!
প্রলোভন?
নাহ্, প্রলোভনে আকর্ষণ আমার কখনোই ছিলো না।
অন্ততপক্ষে তার ক্ষেত্রে তো নয়ই।
পরিপক্বতা?
তাই হবে,
আগে সে ছিলো সলাজ বালিকা,
আর এখন সে পরিপূর্ণ রমণী!
রমণী ও বালিকায় ব্যবধান বিস্তর।
রমণীর রমণীয়তার লালিত্যই ভিন্ন!
মাধুর্য বিন্যাসে তার অমলিন স্বাতন্ত্র!
রোদ ছায়া উচ্ছাস আলোকে পূর্ণ শশী,
অতঃপর সে এক আত্মবিশ্বাসী সন্ধ্যাতারা!
———————————–
রচনাতারিখ: ২৪শে অক্টোবর, ২০১৯ সাল
সময়: রাত ১০টা ৫৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0