শহীদের আত্মারা ভীড় করে
———————- রমিত আজাদ
মাঠ পেরুলেই বিশাল নদী, বন পেরুলেই ঢেউ।
আকাশ নুয়ে দেখছে সবই, জাগলো বুঝি কেউ!
বিস্মিত আজ মেঘগুলো সব, অবাক হলো ভূমি।
রক্তে ভেজা সবুজ জমীন, বিস্ফোরিত তুমি!
কাঁদছে নারী পতির শোকে, কাঁদছে শিশুপ্রাণ।
সহকর্মীর কান্না দেখো, শ্রাবণ মেঘের বান!
প্রতিরোধের ভাঙলো বাহু, অনীক দলের সংঘ,
রক্ষণীবাধ প্রাচীর ভাঙ্গে, বিক্ষত তার অঙ্গ।
ভ্রাতৃহারা বোনের শোকে, মাতম হলো পথে,
পুত্রহারা মায়ের বুকে, বিলাপ ওঠে প্রাতে।
বাকহারা এক গাছ দেখেছে ষড়যন্ত্রের ছক,
তেজহারা এক চাঁদ দেখেছে নিষ্ঠুরতার ছাপ।
ভয় নিয়ে সব গুটিয়ে থাকে, সাবধানীদের চুপচাপ,
অংক কষার হালখাতা তার, উষ্মাগমের উত্তাপ।
ফেব্রুয়ারীর কান্নাগাঁথা স্বর্গ-ভূবন স্বাক্ষী,
পাল্টা জবাব নাই যদি হয়, মর্সিয়াতে লাভ কি?
—————————————————–
তারিখ: ১৭ই ফেব্রুয়ারী, ২০১৯
সময়: রাত ১টা ২০ মিনিট