শিক্ষালয়ের পথ
শিক্ষালয়ের পথ
——————————- রমিত আজাদ
এখানে কেটেছে ধুসর সন্ধ্যা, হেটেছি বিকেল বেলা।
ভোরের আকাশে দেখেছি এ পথে, মোহিনী আলোর মেলা।
দুপুরের রোদে উর্দি চাপিয়ে এই পথে ছিলো চলা,
অভিসারী মনে স্বপ্নিল স্মৃতি, যাবেনা কখনো ভোলা!
এই ছিলো মোর দ্বিতীয় পল্লী, শিক্ষালয়ের পথ,
এরই বুকেতে চলেছে নিয়ত প্রদীপ্ত জ্ঞান-রথ।
পথের দুপাশে ফুল্ল-মলয় সুবাস ছড়াতো বায়,
নিঁখুত সাজের অট্টালিকাও মায়ায় জড়াতো তায়।
কুচকাওয়াজের শব্দ নিনাদে সিংহনাদের গর্জন,
এ পথেই তার ব্যঘ্রশাবকেরা করেছিলো কিছু অর্জন।
কেমন শীতল ছায়ায় ঢাকিত বীথিকার তরুগুলি।
পথটি মোদের চলতে শিখালো আগুয়ান দিনগুলি।
কোমল কিশোর ছয়টি বছর এই পথে হেটে শেষে,
পেয়েছে জওয়ানী, আত্মবিশ্বাসে ভরেছিলো বুক হেসে।
সৈন্যদলের ফৌজি বলের বলে হয়ে বলীয়ান,
পৃথিবীর পথে ছড়িয়ে পড়ে সে, হতে চায় মহীয়ান!
রচনাতারিখ: ০৪ঠা মে, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ১৮ মিনিট
The Path of My School
——————————Ramit Azad

মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0