শিরীন ঠোঁটের সাকি
শিরিন ঠোঁটের সাকি
—————————– রমিত আজাদ
মদ্যপানের স্বভাব তো নাই, ছুঁইনা শরাব আমি,
তারপরও যাই শুড়িখানায়, সুযোগ মেলে যদি।
অদ্ভুত এক খেয়াল আমার, জানিনা কি তাই!
কুঁচকে ভুরু বলতে পারো, “কেমন খেয়াল ভাই?”
খৈয়াম-এর নেশা ছিলো সুরা ও সাকি দুই-ই।
আমার সেথা একটি কেবল, সাকির নেশায় রই!
তন্বী তনু রূপসা সাকি, পান পাত্রের রঙ,
দোলায় শরাব, ঢেউয়ের তালে, মত্ত নিশির ঢং!
রক্তজবার পাপড়ি লালি সাকির গোরা গালে,
শিরিন ঠোঁটে ধরায় নেশা, মত্ত নদীর ঢালে।
মদ না পিয়েও মদির আঁখি, রং পেয়ালার জল,
সাকির চোখের জল দেখে হই, মাতাল টলমল।
সাকির শিরীন ঠোঁটে আছে সুধার সায়র ঝড়,
কেশের সুবাস সব ছাপিয়ে ভরে সুরার ঘর।
শরাব আমায় টানে না তো, শরাব খেতে মানা,
সাকির রূপের আকর্ষণে, টানেই শরাবখানা!
রচনাতারিখ: ১৬ই জুন, ২০২১ সাল
রচনাসময়: রাত ১০টা ১০ মিনিট
Saki With Sweet Lips
—————————- Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0