অনলাইন প্রকাশনা

শুচিতা মোর চির সাথী
শুচিতা মোর চির সাথী,
সত্য আমার অলঙ্কার।
লাথি মারি মিথ্যার মুখে,
আঘাত করি বারংবার।
মিথ্যা আর গুজবে একদিন,
করেছিল বাংলা গ্রাস।
এসেছে আজ সত্যের জয়,
ভণ্ডদের আজ সর্বনাশ।
সত্য পথের পথিক যারা,
কে কোথায় আছিস তোরা?
সত্যের মালা পর গলে
মিথ্যুকরা আজ রসাতলে।
বঁচকরা আজ দিশেহারা,
যা খুশি তাই বলছে ওরা।
ওদের কথায় ওরা ধরা,
তাইতো সত্য পাগল পারা।
মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com
মন্তব্য করুন..
মোহাম্মদ সহিদুল ইসলাম
0
Tags :