শেষ কবে ভেবেছিলে আমায়?
শেষ কবে ভেবেছিলে আমায়?
—————— রমিত আজাদ
শেষ কবে ভেবেছিলে আমায়?
শেষ কবে এঁকেছিলে ছবি?
শেষ কবে কেঁদেছিলে বলো?
শেষ কবে লিখেছিলে চিঠি?
এই মনে শান্তি নেই,
নেই স্বস্তি আর বুকের অবুঝ জমিনে!
কে দেবে প্রবোধ অস্থিরতায়?
কে দেবে সান্তনা উত্কণ্ঠায়?
যত হোক সুন্দর এই অরন্য,
যত না ফুটুক ফুল এই বাগিচায়,
হোক না দুরন্ত বিহগের সমাগম এই উপবনে,
থাকুক শতদল হেসে বিস্তীর্ণ দীঘির কোলজুড়ে!
তুমি নেই, তুমি নেই, তুমিইতো নেই আর পাশে!
তাই নদী নেই আজ শ্যামল জমিনে,
নেই বাতায়নে দক্ষিণা বাতাস অভিমানী,
ঝিলের বুকে নেই পানকৌড়ির হুটোপুটি,
নেই স্বপ্ন জাগানো চন্দ্রিমা নিশিডোরে।
বেদনার অভিমানে ফেরানো প্রেম,
তাই অনুরাগ নেই,
নেই ভৈরবী রাগ,
কথা দেয়া কথা নেই,
আশা দেয়া আশা নেই।
ভগ্ন প্রতিজ্ঞা কাঁদে অন্তরীক্ষে!
শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। ।
————————————————
তারিখ: ৩১শে মে, ২০১৮
সময়: সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট