শেষ ফয়সালার দরবারে
——————— রমিত আজাদ
এই বিচারে, ঐ বিচারে, কোন বিচারে হবে রায়?
কোন আইনে হইবে বিচার? সাদা নাকি কালো ভাই?
দুনিয়ারই বিচার ভাই, হরেক রঙের তক্মা পাই!
রংধনুরে হার মানাইয়া বর্ণচোরা হাইটা যায়!
শেষ বিচারে পরপারে আইনের কোন বর্ণ নাই,
যেই না আইনে জগৎ চলে, সেই আইনেই ট্রায়াল ভাই!
আখেরী সেই আদালতে টাকা পয়সার কারবার নাই,
দলিল দেইখা জেরা হইবো, প্রমাণেরই বিচার ভাই।
সাক্ষী দেবে তোমার দেহ, তোমার চক্ষু-কান,
তোমার দেহই মাইপা দেবে তোমারই ঈমান।
ভিডিওতে প্রমাণ মিলবে, পাপ-পূণ্যের রোজনামচা,
অডিওতে হিয়ারিং হবে, খতিয়ানের ফাইন-গচ্চা!
কোন কোম্পানীর এম.ডি. ছিলা? ব্যাংক লগ্নীতে কি শেয়ার?
এই হিসাবে খালাস নাই আর, আসল হিসাব বড় ভার!
কোন উকিলে প্যাঁচ কষিবে? কোন মুহূরী নেবে দায়?
নিজের উকিল নিজেই হইবা, ছাড়াছাড়ি নাই রে ভাই!
বিচার শেষে হইবো রায়, এই রায়ের আর ক্যান্সেল নাই!
নিয়তি নয় কর্মফলের পাইবা রেজাল্ট ন্যায়ালয়ের।
সোনা রূপায় কাজ হবে না, না হবে কাজ তদবিরে,
লাভক্ষতির হিসাব হইবো শেষ ফয়সালার দরবারে।
——————————————————————————–
রচনাকাল: ১৩ই জুন, ২০১৭
সময়: রাত ২টা ৫৭ মিনিট