সংসারেরই বাঁধনটাতে! (In the Bondage of the Family!)
সংসারেরই বাঁধনটাতে!
———————– রমিত আজাদ
সংসারের এই খুঁটিনাটি, আজ পড়ে থাক ভাঁড়ার ঘরে।
প্রতিদিনের ভাত খাওয়া থাক, শিকেয় তোলা অবসরে।
বাসনকোসন ধোয়াধুয়ি, ডালের পাতিল, অন্ন;
আজ রেখে দেই বন্ধ করে, একটি দিনের জন্য।
চা, চিনি আর, কফির বয়ম, কোথায় কেমন আছে বাকি?
আজ না হলে রইলো পড়ে, একটু না হয় দিলাম ফাঁকি!
চালগুলো কি পুরান হলো? ধরেছে কি কালচে পোকা?
এসব জেনে কি হবে আজ? মনকে না হয় দিলেম ধোকা!
কিলবিলে সব চিন্তা ঝেড়ে, হেসেই হলাম কুটিকুটি।
কিশোর বেলার খেলার মতই, বাতায়নে গেলাম ছুটি।
গ্রিল ধরে আজ চেয়ে থাকি, হারিয়ে যেতে সেদিনটাতে,
গ্রিলের পাশে বন্দী আমি, সংসারেরই বাঁধনটাতে!
—————————————————————–
রচনাতারিখ: ১১ই জুলাই, ২০২১ সাল
রচনাসময়: রাত ০১টা ৪৯ মিনিট
In the Bondage of the Family!
—————- Ramit Azad
(লিজা আপা (Liza Ahmed) ও লায়লা আপার (Laila Ahmed) স্ট্যাটাস পড়ে অনুপ্রাণিত হয়ে লিখলাম।
আপনাকে ধন্যবাদ)