সঙ্গপ্রাচুর্যে নিঃসঙ্গতা
সঙ্গপ্রাচুর্যে নিঃসঙ্গতা
———- রমিত আজাদ
নিঃসঙ্গতা নয়,
তোমার সঙ্গহীনতাই আমাকে কাঁদায়,
নিঃসঙ্গ থাকতে রাজী আছি হাজারটি বছর,
কিন্তু তোমাকে ছাড়া থাকতে চাইনি একটি মূহুর্তও!!!
কি হবে নিঃসঙ্গ থাকলে?
সঙ্গ নেব
কৃষ্ণচূড়ার অঙ্গ জোড়া জলতরঙ্গে
আবছা আলোর সন্ধ্যে ভরে।
সঙ্গ নেব
জোনাক ভরা চাঁদের আলোর
ঢংগে দোলা রঙ্গ ফুলের
পাপড়ি পাতায়, রাত্রি চিরে।
কাটিয়ে দেব রোদের দুপুর
বাউল গানের সুরে সুরে,
মিষ্টি কোকিল কন্ঠ সুধার
সঙ্গ নেব বিকেল জুড়ে।
বংশীবাদন সঙ্গ দেবে
ঝড় ওঠানো ঐকতানে,
বাজনা গীতি মিত্র হবে
মন ভোলানো নৃত্যগানে।
পঞ্চদশী কৈশোরীটার
আদ্যোপান্ত জীবনগাঁথা,
মনের কথা রইবে মনে,
গুপ্ত রইবে আবেগ ব্যাথা।
সঙ্গ ভরা জগৎ তবু
রঙ্গ হারা উর্বী-ধরা,
সঙ্গি বিহীন একটি জীবন,
প্রিয় জনের সঙ্গ হারা!
————————————
তারিখ: ২৪শে অক্টোবর, ২০১৮
সময়: সন্ধ্যা ৬টা ২৭ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0