সন্ধ্যারাগের অরুন্ধতী
সন্ধ্যারাগের অরুন্ধতী
—————– রমিত আজাদ
আমি যদি গ্রীস্ম হতাম,
তুমি হতে শীত,
শীত মানাতে ওম যে দিতাম,
গাইতে মধুর গীত।
ওগো তুমি কাঁদছো কেন?
কে বকেছে বলো?
অভিমানের কান্না হলে,
ঘুরে আসি চলো।
তিন প্রহরের ঢল দেখাবো,
শাপলা-শালুক ঝিলেতে,
ছই তোলা নাও দুলবে দোলায়,
ঢেউ জাগাবো বিলেতে।
ফলগু ধারা ঝরাবো ঐ
বর্ষাধারার শ্রাবণে।
চন্দ্রালোকের ইন্দ্রজালে
উথাল-পাথাল প্লাবনে।
তাল লয় রাগ সঙ্গীত,
সুর ভুবনের ধ্যান-গীত,
তুমিই সুরের হাতছানি,
শুক্লা তিথির মৌরানি।
প্রেম রাঙানো সুধার সুরে
তুমিই আমার ঝংকার।
ঈর্ষাতুরের গাত্রদাহে,
তুমিই মোর অহংকার!
লজ্জাবতী, মায়াবতী,
রূপবতী প্রজাপতি,
মন রাঙিয়ে তুমিই আমার
সন্ধ্যারাগের অরুন্ধতী।
—————————————
রচনা তারিখ: ২৬শে মে, ২০১৯ সাল
সময়: রাত ১টা ১৯ মিনিট
Evening Melody Arundhati
——————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0