তোমার চোখের মধ্যে অরূপলোকের জল
টলমল করে- আর গদ্যে পদ্যে খিচুড়ি পাকায়
বুকের গভীর থেকে সাপ স্বপ্নের উত্তাপ মেখে
কামনার ফণায় তাকায়
মন আর দেহের মধ্যিখানে
অলৌকিক যানে বসে প্রেম ওঠে হেসে
সম্পর্ক সাজানো থাকে উজ্বল শো’কেসে—
তোমার চোখের মধ্যে অরূপলোকের জল
টলমল করে- আর গদ্যে পদ্যে খিচুড়ি পাকায়
বুকের গভীর থেকে সাপ স্বপ্নের উত্তাপ মেখে
কামনার ফণায় তাকায়
মন আর দেহের মধ্যিখানে
অলৌকিক যানে বসে প্রেম ওঠে হেসে
সম্পর্ক সাজানো থাকে উজ্বল শো’কেসে—