সর্বনেশে প্রভাব চাইনা
—————- রমিত আজাদ
তোমার লেখা পংক্তিগুলো পড়লে প্রভাবিত হই,
তোমার লেখা কবিতাগুলো পড়লে প্রভাবিত হই,
তোমার লেখা রুবাইগুলো পড়লে প্রভাবিত হই,
তোমার আঁকা ছবিগুলো দেখলে প্রভাবিত হই,
প্রভাবিত করার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছ তুমি!
প্রভাবিত হতে হতে আমি বড় বেশী অস্থির হয়ে গিয়েছি,
আমার ভিতরটা এখন একটি ঝড়ো সাগর!
জলোচ্ছাস হয়ে সর্বনাশ হওয়ার আগেই সিদ্ধান্ত নিলাম।
অবশেষে তোমাকে ব্লক করে দিলাম বন্ধু তালিকা থেকে,
আমি আর প্রভাবিত হতে চাই না!!!
—————————————
রচনা তারিখ: ৮ই মার্চ, ২০১৯
সময়: রাত ৮টা ২৮ মিনিট