সহস্র যামিনীর দীর্ঘশ্বাস
সহস্র যামিনীর দীর্ঘশ্বাস
—————– রমিত আজাদ
আমরা দুজন
একই গৃহে থাকি, একই ছাদের নীচে।
দু-হাজার বর্গফুটের ক্ষুদ্র এক টুকরা মেঝে।
দিনের আলোয় সর্বাধিক দূরত্ব চত্বারি পদক্ষেপ,
রান্নাঘর থেকে শয্যাগৃহের ব্যবধান যতটুকু।
রাতের আঁধারে কয়েক সূত্র মাত্র।
মাঝে-সাঝে আবেগের ঘোরে
সেই দূরত্ব হ্রাস পেয়ে নামে শূণ্যের কোঠায়!
আমাদের দুজনার মন
একই গৃহে থাকেনা, থাকেনা একই ছাদের নীচে!
আধুনিক গৃহের নিষ্কল টুকরো মেঝেতে
শৃঙ্খলিত হয় না আমাদের মন!
আমার মন চলে যায় হাজার ক্রোশ দূরে,
আনমনে হাটে ফেলে আসা বিশ্ববিদ্যালয়ের
করিডোরে করিডোরে,
ক্যাম্পাসের বাগানে সুবাসী ফুলের গন্ধ নেয়!
বসে পরে বেঞ্চিতে, মশগুলো হয় স্বপ্ন-সংলাপে!
তার মন কোথায় যায়, আমি জানি না।
খোঁজ নেয়ার চেষ্টা করি নাই কোনদিন।
রজনীর আঁধার আবেগে দেহজ তাড়নায়
লীন হওয়া দুটি কায়া,
মিলাতে পারেনি মন সহস্র যামিনীতে!
নির্ঘুম রাত্রির নিস্তদ্ধতায়
তীক্ষ্ণদৃষ্টি কবিতার উদ্বিগ্ন শব্দমালা
নিরন্তর দীর্ঘশ্বাসে ফোঁসে মন:সথ আশ্বিনী ঝড়ে!
——————————————————–
তারিখ: ২৯শে জানুয়ারী, ২০১৯
সময়: দুপুর ২টা ৫৬ মিনিট