সাগরিকা, সুদূরিকা
সাগরিকা, সুদূরিকা
——————————– রমিত আজাদ
অমন নয়নো পাতে, বিজলী মাধবী রাতে,
চমকি চমকি ওঠে, নিহারিকা।
মাধুরী কামিনী শাখে, পাপিয়া সুরেতে ডাকে,
ঝলকি ঝলকি ওঠে, সুদূরিকা।
তৃষিত হৃদয়ো সাথে, রিক্ত চাতকী হাতে,
ফিরিয়া ফিরিয়া খোঁজে, বরষার জল।
পিয়াসি আঁখিরো ফাঁদে, মধুরো তিয়াসী চাঁদে
ঘিরিয়া ঘিরিয়া যাচে, বাসনার ছল।
জাগিয়া দেখিছে রাতি, জোনাকি তারারও ভাতি,
ছুটিয়া ছুটিয়া তথা, বলিয়া গিয়াছে কথা,
কুয়াশা মদিরো হেন, কূহকী তমসা যেন
লুটিয়া লুটিয়া সেথা, কাঁদিয়া কহিছে ব্যাথা।
পুড়িয়া পুড়িয়া দীপে, উড়িয়া উড়িয়া নীপে,
নাচিছে মধুপী অলি, কুসুমো বাহুরো ডোরে।
দুলিয়া দুলিয়া বীথি, ঘুরিয়া ঘুরিয়া তিথি,
যাচিছে সুরভি ওরে, বাদলো মুখরো ভোরে।
বাতাসে কেটেছে শিষ, কর্ণে ঢেলেছে বিষ,
দূয়ারে আগল তোল, মালবিকা।
সাগরে জেগেছে বান, জোয়ারে উঠেছে টান,
তীরেতে ভিরাও তরী, সাগরিকা।
রচনাতারিখ: ০৩মে, ২০২১ সাল
রচনাসময়: ভোর ৪টা ১৮ মিনিট
Far Away Marine Girl
————————– Ramit Azad