সাগরিকা
সাগরিকা
—————- রমিত আজাদ
সাগরের জলে নেমে প্রিয়া মোর সাগরিকা,
ঊর্মির উচ্ছাসে শশী বেশে মালবিকা।
রূপ তার ঢেউয়ে মিশে, জল করে মধুমিতা!
জ্ঞান তার সুগভীর সাগরের মদিরতা!
রবি, তারা, আশমান ঝুঁকে পড়ে তারে দেখে,
অনুরাগে মেশা কেশে নিরবধি মায়া রাখে।
সাগরের গর্জনে সাগরিকা চুপচাপ,
হৃদয়ের অনুনাদে শুশুকেরা দেয় ঝাঁপ!
ডেকে ডেকে শ্রান্ত সাগরিকা কেঁদেছে,
মিলনের আঁশে তারে কত করে সেধেছে!
নিশ্চল প্রস্তর আঁখিজলে গলেনি,
নির্বোধ মূর্খতা আকুতিটা বোঝেনি!
তারপর একদিন মূর্খটা বুঝেছে,
ততদিনে পৃথিবীটা বিস্তর পাল্টেছে।
ভলগায় গড়িয়েছে নোনা-মিঠা কত জল,
মেঘনায় ভেসে-ডুবে হারিয়েছে শতদল।
কুঁড়ি ফুটে ফুল হয়, সেই ফুল ঝরে যায়,
পাপড়িরা ভেসে থাকে সাগরের জলসায়।
সেই কবে তারে দেখে হারিয়েছে এ হৃদয়,
দুই যুগ পার হলো, মন তবু তরপায়!
রচনাতারিখ: ২৬শে মে, ২০২০ সাল
সময়: রাত ০১টা ৪০ মিনিট
Marine My Love
———————– Ramit

মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0