সাগরের লহরীতে বীর (Hero in the Waves of the Sea – Ramit Azad)
সাগরের লহরীতে বীর
————————– রমিত আজাদ
ঊর্মির প্রতিঘাতে প্রতিবাদি হলো জল,
তরঙ্গ লহরীতে আঁখি করে ছলোছল!
ঊর্মি তো নেচে যায় সায়রের ছন্দে,
তীর ভাঙা লহরীতে লোবানের গন্ধে!
ফোটে ফুল শরৎের বাগিচার বৃত্তে,
বারি ঝরে ঝরঝর, ময়ুরের নৃত্যে।
বুলবুলি গেয়ে যায়, অমলিন চিত্তে!
ফসলের ক্ষেত হাসে বৈভবে বিত্তে!
ময়নারা গান গায়, ফুটন্ত নীপ শাখে;
রাত্রিরা দেখে যায়, জ্বলন্ত দীপ ঝাকে।
তমসায় ছুটে এসে, দুরন্ত নিশি বাঁকে,
আলেয়ার মায়াজাল দিনান্ত পিছু ডাকে।
অভিশাপে কে পুড়েছে, বুকে ধরে মণিহার?
অনুতাপে কে কেঁদেছে, করে সুখ পরিহার?
চন্দ্রের বুকে সে তো কালো দাগ পাপাচার!
মর্ত্যের চোখে সে যে জমা লহু বেদনার।
দস্যুরা খুলে নেয় হিজাবের গুন্ঠন,
আড়ালেতে চলে তার বেশুমার লুন্ঠন!
শিশু কাঁদে ক্ষুধা পেটে, যুদ্ধের দামামায়,
বিধবার আহাজারি মিশে যায় নীলিমায়!
পাহাড়ের ঢালে ঢালে কে ঢেলেছে এত নীর?
সুধা তার পিয়ে পিয়ে, হলো কে যে অস্থির!
বনবীথি ফলভারে নুয়ে যায় মহলায়,
তরুবীথি রাগিনীতে সুর তোলে বেহালায়!
স্রোতমুখে ভেসে গিয়ে সিপাহীরা ভ্রষ্ট!
বিপরীত স্রোতে যাওয়া বড় বেশি কষ্ট!
তবু তাকে বীর বলে, স্রোতজয়ী হলো যে,
স্রোতস্বিনী পার হয়ে কালজয়ী হলো সে!
রচনাতারিখ: ১৮ই সেপ্টেম্বর, ২০২১ সাল
রচনাসময়: বিকাল ০৫টা ৫০ মিনিট
Hero in the Waves of the Sea
———————— Ramit Azad