সুখী হও!
সুখী হও!
——————- রমিত আজাদ
কি বলবো তোমাকে?
“সুখী হও!?”
এ ছাড়া আর কিই-ই বা বলার আছে?
জড়োয়া, টিকলি, আধোঘোমটা-র
নবসাজে লাজুক মিষ্টি হাসি!
নব জীবনের স্বপ্নসুখ!
স্বপ্নপূরীর উছল কল্পনা!
অপরূপ রূপরেখা
বিলাসিত তনু-মন জেল্লায়,
বিমুগ্ধ প্রতিটি অতিথি নয়ন!
অতঃপর,
হিল্লোলিত আলোছায়ার রূপসুধা
আর কি বুঝবে ভগ্ন হৃদয়ের রোদন?
মেঘেদের পিছু পিছু
একসাথে তো আর যাওয়া হলো না
সেই লীলায়িত স্বপ্নের দেশে!
তোমার নতুন স্বপ্নপূরীর অলিন্দ থেকে
মাঝে মাঝে তাকিও রাতের আকাশে,
যদি তার কোন একটি নক্ষত্র ভালো লাগে,
মনে করো ওটাই আমি।
হঠাৎ মন ছুটে যাওয়া,
তোমার বিরহী প্রহরের বিনিদ্র প্রহরী!
——————————————–
রচনাতারিখ: ৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ২টা ০৭ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0