সুন্দরী ও সুন্দরী
সুন্দরী ও সুন্দরী
——————— রমিত আজাদ
সুন্দরী ও সুন্দরী,
পুষ্প সুধার মঞ্জুরী,
রূপ মাধুরী সঞ্চারি,
করছো কাহার মন চুরি?
অঙ্গনা ও অঙ্গনা,
চলার শোভা মন্দ না,
চঞ্চলা এক চন্দনা!
করলে যে মন উন্মনা!
রূপসী ও রূপসী,
স্বর্গালোকের ঊর্বশী,
সৌরভিত মেঘকেশী,
করলে কাহার মন খুশী?
অপ্সরি ও অপ্সরি,
বেহেশতী এক হুরপরী,
ঢেউ তুলিয়া ফুলকুঁড়ি,
নিলে কাহার মন কাড়ি?
ফুল্লরি ও ফুল্লরি,
শাড়ীর জমিন বল্লরী,
কন্ঠসুধার কিন্নরী,
দিলে কাহার হৃৎ পুড়ি!
হুরপরী ও হুরপরী,
আলার ছটা বিচ্ছুরী,
নয়নতারা জল ভরি,
কাঁদিয়ে গেলে সুন্দরী!
————————————————–
রচনাতারিখ: ২৮শে সেপ্টেম্বর, ২০১৯
সময়: সন্ধ্যা ৮টা ৫৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0