সূর্যমুখীর বাগানটা আজ
সূর্যমুখীর বাগানটা আজ
————————————- রমিত আজাদ
সূর্যমুখীর বাগানটা আজ সূর্যরাগে উঠলো ভরে,
একটি ফুল আজ ঐ বাগানে সূর্য হয়ে জ্বলছে জোরে!
একটি মেয়ের হাসির ছটা ছুটছে যে আজ ফুলে ফুলে,
ফুলগুলো তাই দেখছে নুয়ে, রৌদ্রছায়ায় দুলে দুলে।
মেয়ের কেশে সূর্যমুখী, ও ফুল তুমি কারে সাজাও?
মেয়ের রুপেই সাজলো বাগান, সূর্যরাগের বংশি বাজাও।
শ্রাবণ শেষে শরৎ এসে উষ্ণ সমীর দেয় ছড়িয়ে,
মেয়ের রুপের রৌশনীতে ফুলের শোভা যায় হারিয়ে।
কার রুপে আজ জেল্লা বেশি; মেয়ে, নাকি সূর্যমুখী?
এমন মেয়ে রুপ ছড়ালে, বাগান হবেই জনমদুঃখী!
রুপের হাটের নিলাম মেলায় ফুলগুলো আজ দিশেহারা।
মেয়ের হাসির ঢেউয়ের তালে আকাশ-বাতাস পাগলপারা।
রচনাতারিখ: ১৪ই সেপ্টেম্বর, ২০২০ সাল
সময়: বিকাল ০৪টা ২০ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0