সূর্যোদয় আসবেই
সূর্যোদয় আসবেই
—————- রমিত আজাদ
রাত ভয়াবহ হতে পারে!
দীর্ঘও হতে পারে বীভত্স বিভাবরী !
তবে সূর্যোদয় আসবেই।
সেই সাথে আসবে ভোরের প্রথম আলো।
রাঙা মেঘের রঙে সাজা যাযাবরী অম্বর জুড়ে
ভাসবে নিষ্পাপ পাখীদের নিষ্কলুষ কাকলীর সুর।
সেই সংবাদ দিতে গ্রামময় ছুটে বেড়াবে দুরন্ত কিশোর।
বছরে বারোশত বেওয়ারিশ লাশের দুর্নিবার
দুঃসংবাদ আর বয়ে বেড়াবে না অবরুদ্ধ সংবাদপত্র।
গুমোট বাতাসে ভাসবে না স্খলিত দূষিত অণুজীব,
অতঃপর স্নিগ্ধ সমীরণেই আমরা হেটে যাবো মুক্ত মেঠোপথে।
কারাগারের তিমির প্রকোষ্ঠ ছাড়বে একাকীনী যোদ্ধা।
পাওনা-দেনার হিসাব মিটাবে প্রতিশোধী প্রকৃতির রীতি।
শৈবলিনীর নির্মল স্রোতে ভেজাবে শরীর শ্যামল ধরিত্রী,
সুখের অঞ্জন স্বাগত জানাবে দৃষ্টি নন্দন বৃষ্টি বন্দনাকে।
রাত ভয়াবহ হতে পারে!
দীর্ঘও হতে পারে বীভত্স বিভাবরী !
তবে সূর্যোদয় আসবেই।
————————————–
তারিখ: ২৬শে এপ্রিল, ২০১৮
সময়: রাত ২টা, ৩২ মিনিট