আমাদের সেবাসমূহঃ
১. অনলাইনে ফ্রি প্রকাশনা
২. ইপুস্তক প্রকাশনা
৩. পুস্তক প্রকাশনা
৪. প্রচ্ছদ তৈরী ও কারুকাজ করা
৫. আমাজন.কম ও অন্যান্য প্রকাশনীতে ইপুস্তক ও পুস্তক প্রকাশনা
৬. গবেষণামূলক প্রকাশনা
১. অনলাইনে ফ্রি প্রকাশনাঃ
আপনি যদি অনলাইনে ইজি পাবলিকেশনস (www.bdeasy.com)-এ আপনার যেকোন ধরনের লেখা প্রকাশ করতে চান তাহলে, আপনাকে নিম্নোক্ত উপায়ে তা করতে হবেঃ
প্রথমতঃ আপনার লেখাটি সম্পন্ন করে তা অভ্র স্পেল চেকার দিয়ে যাচাই করে নিতে পারেন যাতে কোন ভুল বানান না থাকে ।
দ্বিতীয়তঃ ইজি পাবলিকেশনস-এ নিবন্ধন করুন, ইউজারনেম ও ইমেইল দিয়ে আপনি খুব সহজেই তা করতে পারবেন ।
তৃতীয়তঃ আপনার অধিকার মঞ্চে(Dashboard) লগইন করে বামপাশে “নতুন প্রকাশনা” যোগ করুন, মধ্যভাগে আপনার লেখাটি ও উপরে লেখাটির শিরোনাম দিন আর সর্বশেষে ডান পাশে নীচে একটি ফিচার ইমেজ বা ছবি যোগ করুন, ডানপাশে পাবলিশ বাটনে ক্লিক করুন ।
২. ইপুস্তক প্রকাশনাঃ
ইপুস্তক প্রকাশনার ক্ষেত্রে যা যা জানা প্রয়োজনঃ
১. সম্পূর্ন লেখাটি একটি নির্দিষ্ট পরিকাঠামো অনুসরণ করতে হবে, বিস্তারিত জানতে ক্লিক করুন ।
২. শুধুমাত্র ইংরেজী ভাষার ইপুস্তক গুলো কিন্ডল বা আইফোন, ও অন্যান্য আন্তর্জাতিক প্রকাশনীতে প্রকাশ করা যায় তাই বাংলায় লেখা ইপুস্তক শুধুমাত্র আমাদের অনলাইন বুক স্টোরে পাওয়া যাবে ।
৩. সম্পূর্ণ লেখাটি ডকুমেন্ট ফাইলে(MS Word Document) পাঠাতে হবে এবং অবশ্যই নিম্নোক্ত বিষয়াবলী সংযুক্ত করতে হবেঃ
ক. লেখাটির শিরোনাম ।
খ. লেখকের নাম ।
গ. লেখকের সংক্ষিপ্ত জীবনী বা লেখক পরিচিতি যেমন, নাম, জন্ম তারিখ, বাসস্থান, শিক্ষা, কর্মজীবন ইত্যাদি ।
ঘ. লেখকের ছবি (ঐচ্ছিক) ।
ঙ. পাতার নাম্বার দিতে হবে এবং প্রতিটি শিরোনামসহ পৃষ্ঠা নং সূচীপত্রে সংযুক্ত করতে হবে যা লেখাগুলোর প্রারম্ভিকে বা শুরু করার আগে থাকবে ।
৩. পুস্তক প্রকাশনাঃ
পুস্তক প্রকাশনার ক্ষেত্রে যা যা জানা প্রয়োজনঃ
১. সম্পূর্ন লেখাটি একটি নির্দিষ্ট পরিকাঠামো অনুসরণ করতে হবে, বিস্তারিত জানতে ক্লিক করুন ।
২. শুধুমাত্র আই,এস,বি,এন(ISBN: International Standard Book Number) সংবলিত পুস্তক গুলো আমাজন.কম, ও অন্যান্য আন্তর্জাতিক প্রকাশনীতে প্রকাশ করা যায় তাই আই,এস,বি,এন বিহীন পুস্তক শুধুমাত্র আমাদের বুক স্টোরে পাওয়া যাবে ।
৩. আপনি নিজে আই,এস,বি,এন কিনে তা সংযুক্ত করতে পারেন অথবা আমাদের দেয়া ফ্রি আই,এস,বি,এন ব্যাবহার করতে পারেন ।
৪. সম্পূর্ণ লেখাটি ডকুমেন্ট ফাইলে(MS Word Document) পাঠাতে হবে এবং অবশ্যই নিম্নোক্ত বিষয়াবলী সংযুক্ত করতে হবেঃ
ক. লেখাটির শিরোনাম ।
খ. লেখকের নাম ।
গ. লেখকের সংক্ষিপ্ত জীবনী বা লেখক পরিচিতি যেমন, নাম, জন্ম তারিখ, বাসস্থান, শিক্ষা, কর্মজীবন ইত্যাদি ।
ঘ. লেখকের ছবি (ঐচ্ছিক) ।
ঙ. পাতার নাম্বার দিতে হবে এবং প্রতিটি শিরোনামসহ পৃষ্ঠা নং সূচীপত্রে সংযুক্ত করতে হবে যা লেখাগুলোর প্রারম্ভিকে বা শুরু করার আগে থাকবে ।
চ. অবশ্যই বইয়ের পরিকাঠামো বা ফরম্যাট লক্ষ্য রাখতে হবে, অনুগ্রহ করে আমাদের পুস্তক পরিকাঠামো দেখে নিতে পারেন (ডাউনলোড ও দেখার জন্য ক্লিক করুন) ।
ছ. অবশ্যই বাংলা ইউনিকোড-এ লিখতে হবে, এক্ষেত্রে আপনি অভ্র বা ইউনিজয় ব্যাবহার করতে পারেন ।
৪. প্রচ্ছদ তৈরী ও কারুকাজ করাঃ
আপনার ইপুস্তক বা পুস্তক এর প্রচ্ছদ অলংকরণ করতে আমাদের ফ্রি প্রচ্ছদ ব্যাবহার করতে পারেন(ফ্রি প্রচ্ছদ দেখা ও ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন) অথবা নিজে তৈরী করে পাঠাতে পারেন, এক্ষেত্রে আপনাকে কিছু পরিকাঠামো অনুসরণ করতে হবে, যেমনঃ
ক. প্রচ্ছদটি নির্দিষ্ট আকার অনুযায়ী হতে হবে ।
খ. প্রচ্ছদে কোন অবাঞ্চিত লেখা থাকতে পারবে না, শুধুমাত্র শিরোনাম ও লেখকের নাম থাকতে পারবে, প্রয়োজনে শিরোনাম এর নীচে সহশিরোনাম থাকতে পারবে ।
গ. ফটোশপ, জেপেগ বা .jpg, বিটমেপ বা .bmp,এই ফরম্যাটে থাকতে হবে(বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন) ।
ঘ. অবশ্যই চতুরঙ্গ বা চার রংয়ের হতে হবে যা প্রকাশ মাধ্যমে সি,এম,ওয়াই,কে বা (CMYK) নামে পরিচিত ।
ঙ. নির্দিষ্ট আকারের পুস্তকের জন্য নির্দিষ্ট আকারের প্রচ্ছদ প্রযোজ্য ।
৫. আমাজন.কম ও অন্যান্য প্রকাশনীতে ইপুস্তক ও পুস্তক প্রকাশনাঃ
আমাজন.কম ও আন্তর্জাতিক প্রকাশনীতে ইপুস্তক ও পুস্তক প্রকাশ করতে হলে অবশ্যই আমাদের নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং আই,এস,বি,এন(অনুচ্ছেদ ৩ এর ২ দেখুন)
থাকতে হবে ।
৬. গবেষণামূলক প্রকাশনাঃ
বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে ও আমাদের ইজি পাবলিকেশনসের ওয়েব-সাইটে আমরা আপনাকে গবেষণামূলক লেখা প্রকাশ করতে সর্বাত্বক সহযোগিতা দিতে সর্বদা আপনার পাশে আছি ।
আপনার সকল লেখা ও ফাইল পাঠান, শুধুমাত্র এই ইমেইলেঃ email2epub@gmail.com
অন্য কোন ইমেইলে বা মাধ্যমে পাঠালে তা আমাদের কাছে না পৌঁছালে বা কোনরূপ সমস্যা হলে আমরা দায়ী নই ।