স্বপ্ন নদী নির্ঝরিনী
স্বপ্ন নদী নির্ঝরিনী
———————— রমিত আজাদ
এখনো কি বৃষ্টি দেখো, উদাস মনে চেয়ে?
এখনো কি পত্র লেখো, মেঘের পাতা ছেয়ে??
এখনো কি বেঘোর ভেজো, উড়ো মেঘের জলে???
এখনো কি রাত্রী জাগো, আকাশ দেখার ছলে????
ঘুম ভেঙে কি কান্না চাপো, দুই হাতে মুখ ঢেকে?
সপ্ত তিথির বক্র চাঁদে, বার্তা পাঠাও তাকে?
স্মৃতির ঘরে এখনো কি আঙুল ঠোক আশে?
ভাবছো কি তায় আবার পাবে স্বপ্ন নদীর পাশে?
—————————————————————-
রচনাতারিখ: ১৮ই অক্টোবর, ২০১৯ সাল
সময়: ভোর ৪টা ২৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0