স্বপ্ন পাঠাও নির্বাসনে
—————– রমিত আজাদ
চেয়েছিলে তুমি কাব্য বীথিকা,
সাথে যেচেছিলে প্রেম!
অন্ত:মাঝারে গর্জনে রোষে
কপোতারি তথা শ্যেন!
সফেদ জবাব ছিলো তায় মোর,
“নিতে পারো শুধু কাব্য,
প্রেমের দানে দেনাদার হতে
আরো কিছুকাল আমি ভাববো।”
ছন্দ বাজুক নন্দ কাননে,
দুলুক বাগিচা ক্যানভাসে !
ছন্দে ছন্দে বন্ধ আগল
খুলুক মুখরা ক্যাম্পাসে!
রিক্ত বীথিকা অন্তরে থাক
একাকী প্রভাতী ক্ষণে,
বিষন্নতায় ডুবে থাকো তবু,
স্বপ্ন দেবো না মনে।
কি হবে তোমার রাঙিয়ে এ মন?
রেখে দাও মন শিকেয় তুলে।
গোধুলীরা যেথা সাদাকালো আজ!
গোলাপেরা কোথা উঠিবে দুলে??!!!
সাদাকালো এই গোধুলীবেলায়
কে দেবে গোলাপ ভালোবেসে?
সুরভি বিহীন গোলাপের থোকা
কেঁদে গড়াগড়ি যাবে উপহাসে!!!
স্বপ্ন পাঠাও নির্বাসনে, জীবন মূল্য মাত্র!
অভিমানে কাঁদে নিরুপায় জাতি
রাজপথে মরে ছাত্র!!!
——————————————-
তারিখ: ২০শে মার্চ, ২০১৯
সময়: রাত ১টা ৪৯ মিনিট