স্বার্থপরের আলিঙ্গন
——————- রমিত আজাদ
ভালোবেসেই ডাকলে তুমি, তোমার দ্বার ও আঙিনায়,
বেওফা আমি গেলাম তথায় লুদ্ধ রিপু তাড়নায়।
প্রেমের মূল্য দেবার মতন মন তো আমার ছিলো না,
আঁখি দুটির গতি বোঝার দিল তো কভু দিলো না।
তুমি দিলে ভালোবাসা, গোলনিয়ারা জিয়ারা,
বিনিময়ে দিলাম আমি অবহেলার মনমরা!
চাইলে দিতে বক্ষসুধা ভর পিয়ালা উষ্ণতা,
আমি নিলাম জিগর ভরে বহ্নিসুখের তপ্ততা!
হাতছানি তার পদাবলীর আকুলপারা চিত্রিতা,
সপ্রতিভ মুঠোফোনে পাগলপারা বক্তৃতা,
তড়িৎ-শিখায় শাখাচূড়া নীড় অভিসার তহুরা,
উপেক্ষিলাম হর অবসর কওসর মোর পিয়ারা।
নিশ্বাসে তার বিশ্বাসী ঘ্রাণ তাপ ছড়াতো কন্ধরে,
তাও কম্পন অঙ্গরে তার মাপিনি সেই রিখটারে!
স্বার্থপরের আলিঙ্গনে রিপু থাকে প্রণয় না,
দৃষ্টিহীনের অন্ধআঁখি গোলনিয়ারা চেনেনা!
———————————————————–
রচনাতারিখ: ২২শে সেপ্টেম্বর, ২০১৯
সময়: রাত ৩টা ০১ মিনিট