হল্লা করো, হল্লা করো
———— রমিত আজাদ
উড়াও ঘুড়ি নীল আকাশে
হল্লা করো ধানক্ষেতে,
মটরশুটির ছাড়িয়ে দানা,
পুঁড়িয়ে নিয়ে রোদ তাপে।
বিলের জলে নৌকা ভাসাও
শাপলা তোল ডিঙ্গিতে।
ঝাঁপ দিয়ে ধপ লাফিয়ে ঝিলে,
সাঁতরে বেড়াও ভঙ্গিতে!
নদীর স্রোতে ক্ষিপ্র বেজায়,
মৎস্য ধরো জাল মেরে।
কলার ভেলায় যাও ভেসে যাও,
তীব্র স্বরে গান ছেড়ে!
বটের গাছে পাটের রশি
ঝুলিয়ে দোলাও দোলোনা,
গুলতি মারো বাঁশের ঝাড়ে
পাখীর ছানা মেরোনা!
হল্লা করো, হল্লা করো
গোল্লাছুটের মাঠেতে,
কৈশোরের এই ভোরের বেলা,
আর পাবে না বার্ধক্যে!
——————————–
রচনা তারিখ: ১৮ই জুলাই, ২০১৯
সময়: রাত ২টা ২০ মিনিট