হাতির ছড়া
———- রমিত আজাদ
নাক লম্বা, লেজটি খাটো,
বিশাল বড় দাঁত!
কুলার মতন কান যদিও,
নেইকো কোন হাত!!!
হাত নেই তাও হাতি বলে,
কেমন তরো নাম?
বাঁচলেও যা মরলেও তা,
লক্ষ টাকা দাম!!!
এত্ত বড় শরীর তোমার
খাদ্য লাগে বেশ!
হাতির খানা যোগান দিতে
রাজার গোলা শেষ!!!
হাতি তোমার পিঠটি ভালো
চড়লে অনেক মজা!
হাতির পিঠে বসলে ভাবি
আমিই হলাম রাজা!!!
———————————
তারোখ: ২৪শে মার্চ, ২০১৯
সময়: ভোর ৫টা ২১ মিনিট