হিমানীর অমত্ত বাত্যা
————————————- রমিত আজাদ
এই তুহিন শীতেও আমি স্পর্শ করেছি তোমার হাত আমার উষ্ণতা দিয়ে,
তারপরেও কি আমার মনের প্রকৃত সংবাদ জানতে চাইবে তুমি?
কুয়াশার অমানিশায় বিরূপ হিমেল হাওয়া হিমানীর অমত্ত বাত্যা,
অসময়ে নেভা উষসী অঁজিষ্ণুর সংকেত কি পাঠায়নি এক শব্দের ইশতিহার?
শূন্যকর রুদ্রাক্ষের মালা পড়ে আমি দ্বীপান্তরে যেতেও প্রস্তুত আছি প্রিয়তমা।
পঞ্জিকার দিন গুনবে বেহুদা সাজাপ্রাপ্ত নিষ্পাপ দ্রোহীদের কারাগার।
হোক না সে অনাহারী জীবন! তবুও মেনে নেব বঞ্চনা বসুধার।
তারপরেও একবার শুনতে চাই, সেই সর্বনাশী অভিসারী আবদার!
—————————
তারিখ: ১৭ই জানুয়ারী, ২০১৮
সময়: রাত ১ টা ৩৭ মিনিট