হেমন্ত রঙে ধরণী
——————– রমিত আজাদ
বহুদিন ঐ পথে হাটিনা,
যেখানে হেমন্তের রঙে ছেয়ে আছে আদুরে পৃথিবী,
বর্ণিল প্রজাপতি রঙে সেজেছে বিটপী বীথিমালা।
যেখানে বৃক্ষের পল্লবই পুষ্পবাহার,
ঝড়িবার আগে একবার রাঙায় জমিন ও গগন।
ঝড়িয়াও সাজায় পথ পথিকের, উদাসী মন পোড়ে
এই রঙসজ্জ্বার জাদুঘরে।
পূরবী ধরণীর কাশবন ফোটায় শরৎ-শুভ্রতা অনুরাগে।
আর তথা প্রতিচ্যে জাগে রাঙা পূর্বরাগ প্রাক-প্রণয়ের সাধে।
গোলাপী আনার রঙে শেষ সাঁজ সাজে লাজুক উর্বীরূহ,
আঁচলে লুকায়ে মুখ প্রলয়ের পতঙ্গ রাঙা মেঘ ভগ্ন হৃদয়ে।
কাশবন সুখে মেলা আঁখি মেলিয়াছে শরতের পারাবার,
রঙের জলধি গাহিতেছে স্বাগত সঙ্গীত আসন্ন রিক্ততার !!!
—————————————————————-
তারিখ: ১৫ই অক্টোবর, ২০১৮
সময়: রাত ৩টা ২৮ মিনিট