২৫শে এপ্রিলের কবিতা
আজ বিকালে (২৫শে এপ্রিল, ২০১৯) ঝটপট কয়েকটি কবিতা লিখলাম। তার কয়েকটি নিচে দেয়া হলো।
১।
যদিও বরষা বারি
—————–রমিত আজাদ
যদিও বরষা বারি ভিজাইবে সে আঁখি,
তবুও চোখের জলে আঁকা হবে তারই ছবি।
নয়নেরো বারি জল, বেদনায় টলমল,
ছুটে যাবে সাগরে, আঁখি দুটি ছলছল!
মেঘেরো ছায়াতে, কুহকী মায়াতে,
কে ডাকে গো ইশারায়?
মন কেন তথা ধায়?
মেঘ আসে, মেঘ যায়,
কাহারো পথ চায়!
ফিরাবে ফিরাবে সে কি
আষাঢ়েরো ঢলে?
তুমি যে ডেকেছো তারে
চোখেরো জলে!!!
———————————————
২।
তুমি আসবে বলে আজ,
বিকেল গড়িয়ে সাঁঝ হলো না।
তুমি আসবে বলে আজ,
সূর্যটা পশ্চিমে হেলে না!
তোমার পথো চেয়ে,
এই মন আসে ধেয়ে,
সাগরের ঢেউ বুকে ভাঙেনা!!!
৩।
এই জনমেই তোমায় চাই
এই জীবনে তোমার আমার
মিলন যদি নাই হলো,
আর জনমে দেখা হলে
নাই চিনবো সেই ভালো!
কি হবে তায় চিনে জেনে?
জীবন তো আর এইটি নয়!
ঐ জীবনে তোমার সাথে
মিলবে না মন এটাই ভয়!
মিলেছে মন এই জীবনে,
এই জনমেই তোমায় চাই।
নাই যদি পাই এই জনমে
পর জনমের লিপ্সা নাই।
৪।
বানর ছানার বাসনা
বানর ছানা জিদ ধরেছে,
মেঘের দেশে ওঠাই চাই!
পাখী যদি উড়তে পারে,
আমার কেন পাখনা নাই?
বানর লাফায় গাছের ডালে,
পাখী ওড়ে আকাশে।
বানর দাপায় বন-বাঁদাড়ে,
পাখী ভাসে বাতাসে!
পাখীর নীড়ে জন্ম নিলে,
বানর হতো পাখী!
ডিম ফুটে তার ফলন হতো,
মেলতো দুটো আঁখি!!!
Poems of 25th April
Ramit Azad