Categories
অনলাইন প্রকাশনা

রুবাই ৮, ৯, ১০

রুবাই ৮, ৯, ১০
রমিত আজাদ

৮।

কেন আমায় এমন করে কাঁদাও তুমি বলো?
কাজলমাখা লোচন দুটি জলে টলমলো।
মায়াডোরে বাঁধলে যদি, কেন গেলে দূরে,
ভালোবেসেই মরণ হলো কান্নাভেজা সুরে।

—————————————————–
৯।

বাংলাদেশী আমায় বলো, জাগাও বিষন্নতা?
জন্ম আমার লন্ডনেতে, বৃটিশ বলে কথা!
কতকটুকু নিয়া দিলাম কতকখানি বলো?
কর্ণফুলীর তীর ছাড়িয়া টেমস নদীতে চলো।

————————————————–
১০।

এখনো রাত্রি হলে, স্মৃতিরা পত্রী মেলে,
প্রদীপের সলতি জ্বলে, দীপকের দীপ্তি দোলে।
অখিলের যাত্রী চলে, তারকার ভাগ্য খোলে,
আশঁসার অগ্নি জ্বলে, যদি তার সাড়া মেলে!
————————————————————-

তারিখ: ২রা ডিসেম্বর, ২০১৭
সময়: রাত দুইটা ১৯ মিনিট