কুহেলিকা তুমি আমি
——————————— রমিত আজাদ
সংসারের চতুর্মুখী চাপে পড়ে তোমাকে ভুলে যাই,
পেটের ক্ষুধার চিরন্তন যাতনায় তোমাকে ভুলে যাই,
রুটি-রুজীর চিন্তায় পড়ে তোমাকে ভুলে যাই,
অফিস পলিটিক্সের ঊর্ণনাভ জালে পড়ে তোমাকে ভুলে যাই,
তারপরেও তোমাকে স্বপ্নে দেখি।
স্ত্রীর সাথে কলহ করতে গিয়ে তোমাকে ভুলে যাই,
বাড়ী ভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে তোমাকে ভুলে যাই,
সন্তানের আবদার মেটাতে গিয়ে তোমাকে ভুলে যাই।
প্রতিবেশীর সাথে বিবাদ করতে গিয়ে তোমাকে ভুলে যাই।
তারপরেও গভীর রাতে তোমাকে মনে পড়ে।
ফেসবুকে রূপসীদের স্টোরী দেখতে দেখতে তোমাকে ভুলে যাই,
কলিগ দম্পতীর সূখী ছবি দেখতে দেখতে তোমাকে ভুলে যাই,
নতুন প্রজন্মের গাওয়া গজল শুনতে শুনতে তোমাকে ভুলে যাই,
পুরাতন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তোমাকে ভুলে যাই,
তারপরেও কাকডাকা ভোরে তোমাকে মনে পড়ে।
রাজনীতির কূটিল আলোচনা করতে করতে তোমাকে ভুলে যাই,
গণিতের জটিল সমস্যা সমাধান করতে গিয়ে তোমাকে ভুলে যাই,
গবেষণার নতুন ম্যাটেরিয়াল সন্ধান করতে করতে তোমাকে ভুলে যাই,
আন্তর্জাতিক কনফারেন্সের সেশন চেয়ারে বসে তোমাকে ভুলে যাই,
তারপরেও মন উদাস করা বিকেলে তোমাকে মনে পড়ে।
ধনী বন্ধুর আদুরে মেয়ের জন্য যোগ্য বর খুঁজতে গিয়ে তোমাকে ভুলে যাই,
পদস্থ ব্যাক্তিদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে তোমাকে ভুলে যাই,
ঢাকার অসহনীয় জ্যামে ঘামতে ঘামতে তোমাকে ভুলে যাই,
শীতকালীন গ্রাম বাংলার ঘন কূয়াশা দেখতে দেখতে তোমাকে ভুলে যাই।
তারপরেও ঐ কুয়াশাই তোমাকে মনে করিয়ে দেয়।
তুমি তো আমার জীবনের কুয়াশাই ছিলে,
অথবা আমি ছিলাম তোমার জীবনের কুয়াশা!!!
রচনাতারিখ: ১১ই জানুয়ারী, ২০২১
রচনাসময়: রাত ১০টা ৩৬ মিনিট
Misty You and I
———————– Ramit Azad