ও নদী তোর রূপের ঢলে
——————————– রমিত আজাদ
ঝর্ণা জলে পড়লো ছায়া গোলাপরাণীর মিষ্টি কায়ার,
দিচ্ছে উঁকি জল ছাপিয়ে বর্ষাপরী মেঘের মায়ার।
পদ বোঝেনা পদ্মপাতা, তাও লিখেছে কাব্য কত!
ঝিলের জলে বান ডেকেছে শাপলারাণীর পাঁপড়ি যত।
জল থৈ থৈ বিলের বুকে মনকিশোরী কাটছে সাঁতার,
জলভেজা তার তাতের শাড়ি জেল্লা ছড়ায় সরিয়ে আঁধার!
মেঘডাকা সেই দুপুরটাতে, বাজছে নূপুর গাঙের বাণে,
টুপ টুপ টুপ বৃষ্টি পড়ে বাজনা বাজায় নদীর কানে।
ও নদী তোর রূপের ঢলে আমরা কি আজ যাবোই ভেসে?
“ক্ষতি কি আর ভাসলে রূপে?” বলছে নদী মিষ্টি হেসে।
ভাসতে গিয়ে ডুবেই মরি, মন সাঁতারু পায় না যে কুল!
এমন গভীর জলেই নেমে, দুঃসাহসী করলো যে ভুল!
রচনাতারিখ: ২৭শে জুন, ২০২২ সাল
রচনাসময়: সন্ধ্যা ০৬টা, ৪৪ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0