“অমর একুশে বইমেলা-২০১৪”-এ মুন্নী প্রকাশনের ৪২৪এবং ৪২৫-নং ষ্টলে পাওয়া যাচ্ছে লেখক এবং প্রাবন্ধিক মোহাম্মদ সহিদুল ইসলামের বই “আবীর”। “আবীর”বইটিতে লেখকের ভূমিকা বানীতে যা বলা হয়েছেঃ আবীর মানে পুষ্পিকার শক্তিশালী সৌরভ, যার সুগন্ধে মানুষ আনন্দে আবিষ্ট হয় এবং কিছুক্ষণের জন্য হলেও নির্মলতায় মন ভরে যায় ও পঙ্কিলতা থেকে দূরে থাকে। আবীর মানে সাহসিক, আবীর মানে নির্ভীক যার বীরোচিত প্রতিবাদ এবং […]
