অন্দর মহল –সাকি বিল্লাহ্ তোমার অন্দর মহলে ডেকে এনে, সর্বনাশ করেছো আমার, অন্তর অথবা অন্দর যা-ই বলো না কেন, একই মোহে আকৃষ্ট করেছো, এই রূপ মাধুর্যের ছলনায়; ডেকেছো গহীনে গভীরে.. বাঁকা ঠোঁটের চমৎকার হাসিতে, খুন হয়ে যাই বার বার, অতপর সেই ঠোঁটের স্পর্শেই হয় পূনর্জনম, রূপখানা কালের মহাস্রোতে হারালেও, থেকে যাবে তোমার বাঁকা হাসি ।। এই যে ঘন কালো […]
