Categories
অনলাইন প্রকাশনা কবিতা

এই মাঝরাতে

এই মাঝরাতে
——– রমিত আজাদ

এই মাঝরাতে,
মাঝে মাঝে জেগে উঠি আমি,
আরো জেগে ওঠে লুব্ধক
বাকহীন দেহভৃৎ বাগ্বিধি
থেমে থেমে অস্বস্তি গোঙানী
যামিনীর গা বেয়ে নেমে আসা
অসংখ্য অতৃপ্ত প্রেত,
আসন্ন দুঃসময়ের অশনী সংকেত।

এই মাঝরাতে,
নিরাশ্বাস সোম জাগে রোষে
সহস্র বছরের দহন-স্মৃতি পুষে নিয়ে বুকে,
জ্বলন্ত রোমের প্রাসাদের ছাদে বংশীর ধ্বনি
সেতো নিরোর সুর নয়, ক্রন্দন নিরুদ্ধের,
উন্মাদ কালিগুলা, আর উদ্ধত নমরুদ।

এই মাঝরাতে,
কেউ কেউ উল্লাস করে সুখে,
আর নাগ হয় নদী, প্যাচানো সরিসৃপ।
এক পায়ে উদ্ভিদ, অবিচল
মুখ বুজে সয়ে যায় সব,
অসহায় প্রজাপুঁজ সম।