কমলা সুন্দরীর স্নান –সাকি বিল্লাহ্ সাঁতার না জানলে কন্যা, নাইমো না ঐ দরিয়ায়, দরিয়ার পানি চিকচিক করে, সূর্যের আলোর ঝলমলায় ।। কন্যার বরণ কমলার মতন, রাগলে হয় মহাগ্নী, ও গো ময়না নাইমোনা জলে, এই রাগিনীর স্রোতিস্বিনী ।। রন্ধন শেষে স্নানে এসে, পদ্মের ন্যায় ভাসো, গায়ে মাখো চন্দন-তুলসী, আর, আপন মনে হাসো ।। দরিয়ার জল উজানে চলে, […]
