কাজী নজরুল ইসলাম ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্-বোধন! দুর্ব্বল ! ভীরু ! চুপ রহো, ওহো খাম্ খা ক্ষুব্ধ মন! ধ্বনি ওঠে রণি’ দূর বাণীর,– আজিকার এ খুন কোর্ বানীর! দুম্বা-শির রুম্-বাসীর শহীদের শির-সেরা আজি!– রহ্ মান কি রুদ্র নন? ব্যস্! চুপ খামোশ রোদন! আজ শোর ওঠে জোর “খুন দে, জান দে, শির দে বত্স” শোন্! ওরে হত্যা নয় আজ ‘সত্য-গ্রহ’ শক্তির উদ্ধোধন! […]
