ফুল ভেবে কেউ ভুল করোনা জীবন প্রভাতে, ভুলের ফুলটি গেঁথোনা কেউ মনের মালাতে। এসেছ যেহেতু ফুল কুড়াতে জীবন পুষ্প বাগে, ধারিও মনে, ভাবিও গহীনে ফুল কুড়ানোর আগে। মেকি ফুলের মোহে পড়োনা সত্তা মালঞ্চে, নিখাদ ফুলের সন্ধান নেরে, জীবনের মঞ্চে। পাতার তরী আর কাগজের ফুলে, ছড়াছড়ি আজ পৃথ্বীতলে, মেকির ভীরে কষ্ট হয় আজ আসল চিনতে। ফুল ভেবে কেউ ভুল করোনা জীবন […]
