আমি তোমার গানের পাখি, তুমি আমার কলতান, তোমার জন্য, সারা জীবন গেয়ে যাব গান। তুমি নৌকা, আমি হাল, তোমার আমার জীবন তরী, বইবে চিরকাল। আমি স্রোত, তুমি নদী। তোমার বুকে সারা জীবন, বইব নিরবধি । আমি লতা, তুমি ডাল, তোমায় বুকে জড়িয়ে রাখব, আমি চিরকাল। আমি লেখনি, তুমি খাতা, লিখে যাব সারা জীবন, তোমার যত কথা। […]
