সু-সন্তান
–সাকি বিল্লাহ্
এমন সন্তান জন্ম দিও-গো মা-জননী,
কাঁপিবে বিশ্ব সত্যসম্ভারে, লুটাবে পায়ে ধরণী ।
অজুত গুনিয়া এমন সন্তান, না হয় ঘরে ঘরে,
তবু দিগ্বীজয়ে শুনি তারই জয় জয়কারে ।
সর্পিল জাত জন্ম দেয় বহু কিংবা কুক্করী,
জন্ম দিয়া সাপের বংশ বিলাপে মর্মবিদারী ।
এমন শিশু গড়ে তোলো হে পিতা,
অন্যায় রোধে দৃঢ় চিত্তে, কর্মে সদা সততা ।
দেশ ও দশের সেবায় যেন জীবন করে উৎসর্গ,
অন্যায় রোধিয়া নরককে বানাবে পূণ্য-ভূস্বর্গ ।
কোথায় আছে সে পিতৃকুল এ জগতে,
ছড়াবে আলোর কণা সুসন্তান যার কোলেতে ।
হে সন্তান তুমি বড় হও, দীর্ঘ হও, হও মহাশক্তিমান,
দেশ ও জাতির সকল কল্যাণে নিবেদিত করো আত্মপ্রাণ ।