খুব বেশি তোকে মনে পড়ে আজ তুই কাছে নেই বলেে এমন চিনচিন ব্যাথা লাগেনি আগে তুই ছিলি যখন আমারই মাঝে। ভাবিনি কখনো এমন করে এত ভালবেসেও চলে যাবি আমাকে ছেড়ে অনেক দুরে। খুব বেশি তোকে মনে পড়ে আজ নিজেকে ভীষণ একা লাগে ফিরে যেতে ইচ্ছে করে ফেলে আসা সেই সোনালী বিকেলে। অনন্তকাল থাকবো না কেউ থেকে যাবে দু’জনের মধুর স্মৃতিগুলো […]
